Piston কত প্রকার ও কি কি ?

 ইঞ্জিন এবং Compressor  ছাড়াও অনেক জায়গায় piston ব্যবহার করা হয়। Engine এ উৎপন্ন শক্তি প্রথমে পিস্টন পায় এবং সাথে সাথে তা connecting rod এর মাধ্যমে crankshaft এ সরবরাহ হয়। সর্বশেষ crankshaft থেকে আমরা ব্যবহার করার জন্য শক্তি পাই। Compressor এর ক্ষেত্রে ঠিক উল্টোটা হয়।


পিস্টনের আকৃতি অনুযায়ী একে তিনভাগে ভাগ করা যায়। যথাঃ-

1) Flat top piston

2) Dome piston

3) Dish piston


Flat top piston:-



এটির মাথা বা উপরের অংশ সমতল থাকে। 


Dome piston:-



এটির মাথা বা উপরের অংশ Dome বা গম্বুজ আকৃতির থাকে। 


Dish piston:-



এটির মাথা বা উপরের অংশ dish বা গামলার মত গর্ত থাকে। 


এছাড়াও piston কোন ধাতু দিয়ে তৈরী তার উপর ভিত্তি করেও পিস্টনকে কয়েক ভাগে ভাগ করা যায়। যেমনঃ- 

1) Alluminium alloy  piston

2) Cast iron alloy piston ইত্যাদি।





মন্তব্যসমূহ