ইঞ্জিনের cylinder liner এর প্রকারভেদ

 সিলিন্ডার লাইনার ইঞ্জিনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি একটি সিলিন্ডার আকৃতির বস্তু। এর ভিতরের অংশ দিয়ে পিস্টন উঠানামা করে। ইঞ্জিন চলাকালীন সময়ে এটি অনেক গরম হয়ে যায়। তাই এর তাপমাত্রা নিয়ন্ত্রনে রাখার জন্য একে cooling করা বা ঠান্ডা করার প্রয়োজন হয়। 



Cooling এর উপর ভিত্তি করে cylinder লাইনারকে তিন ভাগে ভাগ করা যায়। 

যেমনঃ-

1)  Dry liner

2) Wet liner

3) Finned liner

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Piston কত প্রকার ও কি কি ?