ইঞ্জিনের HP, IHP, FHP, BHP, PS কি?

 


একটি ইঞ্জিন কতটা শক্তিশালী তা বুঝানোর জন্য যে এককটি ব্যবহার করা হয় তা হল HP বা Horsepower. আপনি একটি গাড়ী, বাস, ট্রাক বা মোটর সাইকেল যেটাই কিনতে যান না কেন, আগে জেনে নিতে হবে ইঞ্জিনের Horsepower কত? কিন্তু সমস্যা তখনই হয় যখন HP বা Horsepower এর মত আরো কিছু পয়েন্ট সামনে চলে আসে যেমন, IHP, FHP, BHP, PS ইত্যাদি?

আজকে আমরা জানব ইঞ্জিনের HP, IHP, FHP, BHP, PS কি ? 


HP বা Horsepower

Horsepower হল কোন কিছু আসলে কি পরিমান শক্তি উৎপাদন করতে পারে তার একটি একক। বিস্তারিত জানার জন্য চ্যানেলে আরোও একটি ভিডিও আছে, হর্স পাওয়ার (HP)  কি? কিভাবে হর্স পাওয়ার  নির্ণয় করা হয়? What is Horse power (HP)of engine? How HP is measured ? ভিডিওটি দেখতে পারেন। 


এখন আসি মূল বিষয়ে। একটি ইঞ্জিন যে পরিমান শক্তি  উৎপন্ন করে তার সম্পূর্ণটা সে কখনো output হিসাবে দিতে পারে না।  তার কারণ ইঞ্জিনের অভ্যন্তরীন মোভিং parts সমূহের ঘর্ষন এবং ইঞ্জিন নিজে চলার জন্য কিছু পরিমান শক্তি ব্যয় হয়। 


তাই ইঞ্জিনের HP বা Horsepower কে ৩ ভাগে ভাগ করা হয়।

1) IHP

2) FHP

3) BHP


IHP

একটি ইঞ্জিনের  cylinder এর ভিতর জ্বালানী দহনের কারণে যে শক্তি উৎপন্ন হয় তাকে Indicated Horse Power বা  IHP বলে। ইঞ্জিনের IHP হল জ্বালানী থেকে প্রাপ্ত মূল শক্তি।


FHP

 ইঞ্জিনের  cylinder এর ভিতর জ্বালানী দহনের কারণে যে শক্তি Indicated Horse Power উৎপন্ন হয় তার কিছু অংশ  ইঞ্জিনের বিভিন্ন জায়গার Friction বা ঘর্ষনের কারনে এবং  ইঞ্জিনের বিভিন্ন system চালু রাখার জন্য ব্যয় হয় বা loss হয়।  ইঞ্জিনের বিভিন্ন জায়গার Friction বা ঘর্ষন যেমন,   cylinder liner এর সাথে piston ring, piston pin, small end bearing, big end bearing, main bearing ইত্যাদি আর ইঞ্জিনের বিভিন্ন system বলতে যেমন valve mechanism, cooling system, lubricating system, fuel system ইত্যাদি সচল রাখার জন্য ইঞ্জিনের IHP এর একটি অংশ ব্যয় হয়।  এই যতটুকু শক্তি এখানে ব্যয় বা loss সেটাকে Frictional Horse Power বা সংক্ষেপে FHP বলে। ইঞ্জিনের FHP যত কম হয় তত ভাল।


BHP

ইঞ্জিনের ফুয়েল থেকে উৎপাদিত শক্তি বা IHP থেকে,  ঘর্ষণ জনিত loss বা FHP এর পর  finally ইঞ্জিন থেকে যে শক্তি আমরা নিজেদের কাজে ব্যবহার করার জন্য পাই সেটাই হল Break Horse Power বা BHP. 

সচরাচর কোন ইঞ্জিনের Horse Power বলতে আমরা এই Break Horse Power বা BHP কেই বুঝি। 

এটিকে Break Horse Power বলার কারণ কোন চলমান ইঞ্জিনকে আমরা যদি বাহির থেকে কোন শক্তি দিয়ে Break বা রিবতী বা স্থগিত সোজা বাংলায় বন্ধ করতে চাই তো ঐ ইঞ্জিনের BHP থেকে বেশি HP দিয়ে ইঞ্জিনের crankshaft কে চেপে ধরতে হবে। যেমনটি Rope Break Dianamometer এর সাহায্যে ইঞ্জিনের Break Horse Power নির্নয় করা হয়।

ইঞ্জিনের Break Horse Power বের করার জন্য আপনাকে RPM এর সাথে torque গুন করতে হবে,   তারপর 5252 দিয়ে ভাগ দিতে হবে।


PS

সচরাচর মোটর সাইকেলের ইঞ্জিনের ক্ষেত্রে হর্স পাওয়ার এর পরিবর্তে PS লিখা হয়। এই PS, হর্স পাওয়ার এর কাছাকাছি value র একটি একক।  জার্মান ভাষায় PS মানে Pferde stärken.

1 PS= 0.98 HP

মানে 1 PS এর একটি engine,  1 HP এর একটি engine  এর চেয়ে সামান্য কম শক্তিশালী।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Piston কত প্রকার ও কি কি ?