পোস্টগুলি

Piston কত প্রকার ও কি কি ?

ছবি
 ইঞ্জিন এবং Compressor  ছাড়াও অনেক জায়গায় piston ব্যবহার করা হয়। Engine এ উৎপন্ন শক্তি প্রথমে পিস্টন পায় এবং সাথে সাথে তা connecting rod এর মাধ্যমে crankshaft এ সরবরাহ হয়। সর্বশেষ crankshaft থেকে আমরা ব্যবহার করার জন্য শক্তি পাই। Compressor এর ক্ষেত্রে ঠিক উল্টোটা হয়। পিস্টনের আকৃতি অনুযায়ী একে তিনভাগে ভাগ করা যায়। যথাঃ- 1) Flat top piston 2) Dome piston 3) Dish piston Flat top piston:- এটির মাথা বা উপরের অংশ সমতল থাকে।  Dome piston:- এটির মাথা বা উপরের অংশ Dome বা গম্বুজ আকৃতির থাকে।  Dish piston:- এটির মাথা বা উপরের অংশ dish বা গামলার মত গর্ত থাকে।  এছাড়াও piston কোন ধাতু দিয়ে তৈরী তার উপর ভিত্তি করেও পিস্টনকে কয়েক ভাগে ভাগ করা যায়। যেমনঃ-  1) Alluminium alloy  piston 2) Cast iron alloy piston ইত্যাদি।

ইঞ্জিনের cylinder liner এর প্রকারভেদ

ছবি
 সিলিন্ডার লাইনার ইঞ্জিনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি একটি সিলিন্ডার আকৃতির বস্তু। এর ভিতরের অংশ দিয়ে পিস্টন উঠানামা করে। ইঞ্জিন চলাকালীন সময়ে এটি অনেক গরম হয়ে যায়। তাই এর তাপমাত্রা নিয়ন্ত্রনে রাখার জন্য একে cooling করা বা ঠান্ডা করার প্রয়োজন হয়।  Cooling এর উপর ভিত্তি করে cylinder লাইনারকে তিন ভাগে ভাগ করা যায়।  যেমনঃ- 1)  Dry liner 2) Wet liner 3) Finned liner

ইঞ্জিনের HP, IHP, FHP, BHP, PS কি?

ছবি
  একটি ইঞ্জিন কতটা শক্তিশালী তা বুঝানোর জন্য যে এককটি ব্যবহার করা হয় তা হল HP বা Horsepower. আপনি একটি গাড়ী, বাস, ট্রাক বা মোটর সাইকেল যেটাই কিনতে যান না কেন, আগে জেনে নিতে হবে ইঞ্জিনের Horsepower কত? কিন্তু সমস্যা তখনই হয় যখন HP বা Horsepower এর মত আরো কিছু পয়েন্ট সামনে চলে আসে যেমন, IHP, FHP, BHP, PS ইত্যাদি? আজকে আমরা জানব ইঞ্জিনের HP, IHP, FHP, BHP, PS কি ?  HP বা Horsepower Horsepower হল কোন কিছু আসলে কি পরিমান শক্তি উৎপাদন করতে পারে তার একটি একক। বিস্তারিত জানার জন্য চ্যানেলে আরোও একটি ভিডিও আছে, হর্স পাওয়ার (HP)  কি? কিভাবে হর্স পাওয়ার  নির্ণয় করা হয়? What is Horse power (HP)of engine? How HP is measured ? ভিডিওটি দেখতে পারেন।  এখন আসি মূল বিষয়ে। একটি ইঞ্জিন যে পরিমান শক্তি  উৎপন্ন করে তার সম্পূর্ণটা সে কখনো output হিসাবে দিতে পারে না।  তার কারণ ইঞ্জিনের অভ্যন্তরীন মোভিং parts সমূহের ঘর্ষন এবং ইঞ্জিন নিজে চলার জন্য কিছু পরিমান শক্তি ব্যয় হয়।  তাই ইঞ্জিনের HP বা Horsepower কে ৩ ভাগে ভাগ করা হয়। 1) IHP 2) FHP 3) BHP IHP একটি ইঞ্জিনের  cylinder এর ভিতর জ্বালানী দহনের কারণে যে শক্তি